বর্তমানে আমার কয়েকটি শখের মধ্যে গাড়ি একটি। হুম, গাড়ি আমার জন্য শখের বিষয়, অতীব প্রয়োজন নয়। কিন্তু সমস্যা হলো নতুন বা রিকন্ডিশন গাড়ি কেনার মত পর্যাপ্ত টাকা এখনো হয়নি। তাই কম দামের মধ্যে একটি পুরাতন গাড়ি কিনে শখ মেটাতে চায়।
বাজেট ৪-৫ লাখ টাকা। পছন্দ টয়োটা প্লাটজ, ১০০, এসই সেলুন ইত্যাদি।
মিনিমাম রিকুয়ারমেন্টঃ
১। অবশ্যই অটোমেটিক ট্রান্সমিশন হতে হবে।
২। গ্যাস এবং পেট্রল/অক্টেন চালিত হতে হবে।
বর্ণিত বাজেট এবং রিকুয়ারমেন্ট অনুযায়ী বর্তমানে কেমন গাড়ি পাওয়া যেতে পারে, সে বিষয়ে আপনাদের মতামত প্রয়োজন।
উল্লেখ্য, গাড়িটি বগুড়াতে ব্যবহার হবে। ড্রাইভিং শিখেছি। নিজের গাড়ি হলে হাত আরো পাকা পোক্ত হবে। তাই ড্রাইভার ব্যবহার করবো না। সপ্তাহে ১/২ দিন গাড়িটি ৪০-৫০ কিলোমিটার চলানো হবে। মাসে একবার ১২০ কিলোমিটার দূরে দেশের বাড়ি যাওয়া আসা। ওয়াইফ কে ড্রাইভিং শেখানোর কাজেও ব্যবহার করা হবে। এছাড়া গাড়িটি অন্য কোন কাজে ব্যবহার হওয়ার মত সুযোগ নেই। কারণ ফ্যামিলি মেম্বার দুই জন (আমি এবং স্ত্রী)। দ্রুত সময়ে দুজনের অফিস যাতায়াতের জন্য বাইক ব্যবহার করি।
আপনাদের মল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। অগ্রীম ধন্যবাদ।
পর্যাপ্ত তথ্যের জন্য রি-পোষ্ট হতে পারে। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৩