একটি গাড়ি কেনার শখ অনেক দিনের। তবে সেটা নতুন গাড়ি নয়। কারণ নতুন গাড়ী কেনার মত টাকা পয়সা এখনো হয়নি। তাই আশে পাশে সেকেন্ড হ্যান্ড বা পুরাতন গাড়ির যেগুলো বিক্রি হচ্ছে সেগুলোর দিকে লক্ষ্য রেখেছি। গত ২ সাপ্তাহ যাবত ড্রাইভিং শিখতেছি। কারণ নিজের গাড়ি নিজে চালাবো বলে।
এবার আসি কাজের কথায়, অফিসের পাশেই একজন মহিলা তার পুরাতন গাড়ি বিক্রি করবে। গাড়িটি বিষয়ে যতটুকু তথ্য সংগ্রহ করেছিঃ
১। টয়োটা স্টারলেট ইপি ৭১ মডেল
২। রেজিস্ট্রেশন নাম্বারঃ ঢাকা মেট্রো- খ ১১-****
৩। ডিজিটাল নাম্বার প্লেট
৪। গাড়িটি ফ্যামিলি ইউজড। অফিস থেকে গাড়ি পাওয়ার কারনে এটি বিক্রি করবেন।
৫। ইন্টেরিয়রঃ বেশি ভালো বা খারাপ না। সীট কভার গুলো ভালো আছে। ফ্লোর ম্যাটে ময়লা ও ছেড়া আছে।
৬। ড্যাস বোর্ডের মিটার গুলো ভালো আছে।
৭। মাইলেজ দেখাচছে প্রায় ১ লাখ ৩৩ হাজার কিলোমিটার।
৮। ম্যানুয়্যাল গিয়ার, স্টিয়ারং পাওয়ার, বাকি সব ম্যানুয়্যাল।
৯। ইঞ্জিন পরিবর্তন করা হয়নি। কার্বুরেটর ইঞ্জিন।
১০।পুরাতন গাড়ী হিসেবে এখনি পেইন্টিং এর প্রয়োজন নেই।
১১। টায়ার গুলো পরিবর্তন করা প্রয়োজন।
১২। ইঞ্জিন কন্ডিশন মনে হয়েছে ভালো আছে। (একজন অভিজ্ঞ ড্রাইভারকে দিয়ে ফাকা রাস্তায় ৮০-৯০ স্পিডে চালায়ে দেখছি। সমস্যা মনে হয় নাই)। পুরাতন ইঞ্জিন হিসেবে হয়তো কিছু মাইনর কাজ করানো লাগতে পারে।
১৩। শক এব্জরাভার ভাল আছে বলেই মনে হলো। কারন পুরাতন গাড়ী হিসেবে তেমন ঝাকি লাগেনা।
১৪। তেল ও গ্যাস উভয়েই চলে। ৪০ লিটারের সিএনজি সিলিন্ডার লাগানো আছে।
১৫। স্পেয়ার চাকা আছে। অবসথা ভালো না।
১৬। পেপার গত মাসে ফেইল হয়েছে।
১৭। দাম চেয়েছে ২লাখ। কোন কম নাই।
গাড়িটির দুয়ে্কটি ছবি দিলাম।
গাড়ি কিনলে নিজে ড্রাইভ করবো। খুব বেশি চালানো হবে না। সপ্তাহে হয়তো দুয়েক দিন চালানো হবে, (সব মিলিয়ে ২০- ৫০ কিলোর বেশি হবেনা) ছুটির দিনে ওয়াইফকে সাথে নিয়ে ঘোরাঘুরি। মাঝে মাঝে গ্রামের বাড়িতে যাবো ১২০ কিলো দূরে। আমার কাছে গাড়ির প্রয়োজনীয়তা আপাতত এতটুকুই। আসলে এটা প্রয়োজনীয়তা নয়, এটা শখ।
এখন অভিজ্ঞজনের মতামত চাই গাড়িটির বিষয়ে।
১। কেমন হবে এই গাড়িট?
২। আমার চাহিদা অনুযায়ী ঠিক আছে কিনা?
৩। দাম কি বেশি চেয়েছে নাকি?
৪। কেনার পর (যদি কেনা হয়) এটার পেছনে আরো কত টাকা খরচ করা লাগতে পারে?
৫। কাগজ গত মাসে ফেইল হইছে। রিনিউ করতে কত খরচ হবে। এছাড়া প্রতি বছর এটার কাগজ আপডেট করতে খরচ কত?
আরো যদি পরামর্শ থাকে অবশ্যই দিবেন। সবাইকে অগ্রিম ধন্যবাদ
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৭