https://www.carmudi.com.bd/2008-toyota-passo-78532-42.html
উপরে কারমুদির ২টি লিংক এবং দুইটি ছবি দিলাম। গাড়ির বিবরণঃ টয়োটা পাসো ২০০৮/২০০৯ মডেল। রিকন্ডিশন। টয়োটা পাসো মডেলের এরকম গাড়ীর দাম এখন কেমন হতে পারে। এই গাড়ির সার্ভিস কেমন। পার্টস এভেইলেবল কিনা। গ্যাসে চালানো যাবে কিনা। মেইন্টেনেন্স খরচ এরকম অবস্থায় কিনলে প্রতি মাসে আনুমানিক কেমন হতে পারে। ইত্যাদি বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আশা করছি।
বেশ কিছুদিন ধরে গাড়ি কেনার বিষয়ে ভাবছি। ভেবেছিলাম ৫-৬ লাখের মধ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ী কিনবো। কিন্তু অনেকের পরামর্শ নিয়ে বুঝতে পারলাম সেকেন্ড হ্যান্ড গাড়ী কেনা বেশ রিস্কি। তাই সেকেন্ড হ্যান্ড কেনার চিন্তা আপাতত বাদ। কিন্তু বাজেট তো আর খুব বেশি না যে ১৫-২০ লাখ দিয়ে করোলা বা সমমানের গাড়ি কিনতে পারবো। নেটে অনেক ঘাটা ঘাটি করে এই গাড়ির বিষয়ে জানতে পারলাম। তাই আপনাদের মতামত চাই। কেমন হবে এটা?
গাড়ি মূলত দরকার আমার ওয়াইফের জন্য। তাকে প্রতিদিন ২০ কিলো দূরে গিয়ে অফিস করতে হয়। তার যাতায়াতে সুবিধার জন্যই এই সিধান্ত। পরিবারে এই মুহুর্তে সদস্য সংখ্যা মাত্র ২ জন। আমি এবং আমার ওয়াইফ। আছি ঢাকার বাহিরে, বগুড়াতে। প্রতিদিন ওয়াইফের অফিসে যাতায়াত এবং মাসে এক বার দেশের বাড়িতে যাওয়া (১২০ কিলো দূরে), মোটামুটি এই কাজেই গাড়ি ব্যবহৃত হবে।
আশা করি প্রয়োজনীয় তথ্য দিতে পেরেছি। এখন অপেক্ষা আপনাদের মতামতের। অগ্রিম ধন্যবাদ রইলো।
আপনাদের থেকে পর্যাপ্ত তথ্য না পেলে রি পোষ্ট করতে পারি। সেজন্য দুঃখিত।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০০