নিজের এবং পরিবারের প্রয়োজনে মনে হচ্ছে একটি গাড়ি কেনা দরকার। কিন্তু নতুন গাড়ি কেনার সামর্থ্য নেই। তাই ভাবছি একটি পুরাতন গাড়ি কিনবো। অফিসে কলিগদের ব্যবহৃত গাড়ি দেখে এবং অনলাইনে বিভিন্ন সাইট দেখে ্কিছুটা আইডিয়া পেয়েছি। আমার বাজে্ট ৫-৭ লাখ টাকা। পছন্দের মডেল হলো toyota platz এবং probox।
আমার বাজেটে কি এগুলো হবে ?
যদি হয়, তাহলে মেইন্টেনেন্স খরচ কেমন পড়বে?
কেনার সময় কি কি বিষয়ে লক্ষ্য রাখবো?
কোথা থেকে কিনলে ভালো হয়?
আসলে পুরাতন গাড়ি কেনার বিষয়ে এখানে কিছু লেখা পেয়েছি, কিন্তু লেখাগুলো অনেক আগের (২০১০-২০১২ সালের)। বর্তমানে সেকেন্ড হেন্ড গাড়ীর দাম কেমন বা কোন গাড়িটি আমার বাজেটে হবে তা যদি কেউ একটু বিস্তারিত বলতেন তাহলে খুবই উপকৃত হতাম।
আশা করি পরামর্শ দিয়ে উপকৃত করবেন, তাই সবাইকে অগ্রিম ধন্যবাদ রইলো।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২