Stranger Than Fiction(2006)
Imdb Rating: 7.7
Top 250 #
Personal Rating: 7/10
Nominated for Golden Globe. Another 2 wins & 11 nominations
Rotten Tomatoes: 72% Audience: 82%
Director: Marc Forster
মুভিটি ২৮ জুন ২০১১ সনে ডাউনলোড করে রেখে দেই। বেশ কিছুদিন পর আধা ঘন্টা চালিয়ে অফ করে রাখি। আর দেখা হয়নি। ১ বছর পর আবার কি কি মুভি দেখা আর কি কি মুভি দেখা নয় তা হার্ড ডিস্কে খুজতে খুজতে মুভিটা চোখে পড়ল। তারপর মুভিটি Imdb Rating রেটিং দেখলাম 7.7 এবং Rotten Tomatoes: 72% Audience: 82% তারপর চিন্তায় পরলাম এত ভাল মুভি কেন দেখলাম না আবার দেখতে বসে গেলাম।
আমার মত আপনাদেরও সমস্যা হতে পারে মুভিটি দেখতে অনিহা চলে আসতে পারে তাই আপনাদের বলে রাখি ১ ঘন্টা ১০ মিনিট পর মুভিটি ভাল লাগা শুরু হবে। তাই ধৈর্য্য ধরে ১ ঘন্টা ১০ মিনিট কামড়ে ধরে অপেক্ষা করুন। পরের ৪০ মিনিট আপনি কিভাবে শেষ হবে তা আপনি টেরও পাবেননা। কথা দিচ্ছি।
এবার মুভির কাহিনীতে আসি
Harold Crick (Will Ferrell) খুব সাদা সিদে টাইপের একজন লোক
কিন্তু হঠাৎ করে Harold Crick একদিন আবিষ্কার করলেন, সে যা করছে তার ধারা বর্ণনা একজন দিচ্ছে নারী কণ্ঠে । তার এই সমস্যা সমাধানের জন্য Professor Jules Hilbert (Dustin Hoffman) এর সাথে দেখা করে এবং তার বিশদ বিবরন ও ঘুটিনাটি সম্পর্কে জানে। কিন্তু সমস্যা সমাধান করতে পারে না। Harold Crick কে পরামর্শ দেয় তার যা করতে ভাল লাগে সেগুলো করতে সে তা করতে শুরু করে যেমন ছোটবেলাতে গীটার বাজানোর শখ থাকে গীটার কিনে গীটার বাঝায় তার ক্লাইন্ট Ana Pascal কে সে প্রপোজ করে।
এই সময়টা সে আর তার কাজের কোন ধারা বণর্না শুনে না তাই সে দেখা করতে যায় Professor Jules Hilbert এর সাথে এবং সেখানে সে টিভিতে ইন্টারভিউ দিতে দেখে Karen Eiffel তার কণ্ঠ শুনে অবাক হয় যে তার ধারা বর্ণনা যে দিত তিনিই সেই। এবং জানতে পারে লেখকের কল্পনার একটি চরিত্র বৈ আর কিছু নন Harold Crick। এখান থেকে মুভি ঘটনা শুরু হয় । Harold Crick জানতে পারে Karen Eiffel-এর নতুন বইয়ের নায়ক সে এবং শেষে সে মারা যাবে তাপর কি ঘটলো তার জীবনে দেখতে ডাউনলোড করুন এবং ঝটপট দেখে ফেলুন।
Fight Club (1999) - হৃদয় আলোড়িত মুভি
Apocalypto (2006)-হৃদয় আলোড়িত মুভি
Taxi Driver (1976)-হৃদয় আলোড়িত মুভি
E.T.: The Extra-Terrestrial (1982)- হৃদয় আলোড়িত মুভি
Saving Private Ryan (1998) হৃদয় আলোড়িত মুভি
Taxi Driver (1976)-হৃদয় আলোড়িত মুভি
E.T.: The Extra-Terrestrial (1982)- হৃদয় আলোড়িত মুভি
Saving Private Ryan (1998) হৃদয় আলোড়িত মুভি
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১২ রাত ২:৪৮