কান পেতে শোন সাম্রাজ্যের পতনধ্বণি,
শ্রুতিমধুর আবৃত্তি নয় বরং উন্মাত্ত শোসিতের চিতকার,
সহস্র চিৎকার শোষণের দেয়ালে প্রতিধ্বণি তোলে,
কম্পমান সিংহাসনে দস্যু একনায়কের অহমিকা।
কিসের এত গর্ব তোমার?
রক্ত পান কর তুমি।
কিসের এত অহংকার?
তৈলাক্ত মানুষরূপি জন্তুর উপর খুটি তোমার।
না পাওয়ার ক্রোধ, শোণিত ক্রোধ প্রতিবাদের ঢেউ হয়ে,
কড়া নাড়ছে তোমার দ্বারে।
শুনছো কি তুমি?
কান পেতে দেখ, তোমায় বলছি।
সময় হয়েছে অধিকার দাও,
সময় হয়েছে শোসিতের কাতারে যাও।
একজন নয় বরং অনেকগুলো আওয়াজ এই বাতাসে ভাসে,
একজন নয় বরং অনেকজন তোমার কুশপুত্তলিকা পোড়ায়।
সেই অগ্নিকান্ডের পরাশিষ্টে দেখতে পাও কি তুমি?
এই শোসিতের আকাঙ্ক্ষা, যা তোমার থেকে ভিন্ন।
তুমি একজন অথবা কয়েকজন,
কিন্তু তারা অনেক, আমরা অনেক।
সময় হয়েছে বন্ধু, আমাদের কাতারে এসো।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৮