একজন নিম্মৃত কবির বুকে আধোঘুম পরীর কপাল,
ফাগুন হাওয়ায় আগুন লাগে তার কেশে
কৃষ্ণচূড়ার লালিমায় রক্তিম ঠোট ডাকে,
স্পর্শের ক্রন্দনে হৃদয় কম্পমান।
আজকে শিমুল তলায় অনেক গুলো কৃষ্ণচূড়া,
কালকে সেখানেই হবে হয়তো কবির সমাধি,
বেদনার মুক্তো অশ্রু হয়ে ঝরবে সেই বৃক্ষতলে,
কবির সাথে বিচ্ছেদের বেদনায় কাদবে পরী।
নিম্মৃত কবি তাই শেষ কবিতা লেখতে কলম নেয় তুলে
নিজের এপিটাফের সাথে পরীর জন্য শেষ চিঠি।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৩