তোমার লোভে উৎসুক পিপিলিকার মিছিল,
উপচে পড়ে কামনার বাজারে,
তালিকাভুক্ত খরিদদার চলে যায় শেষ লাইনে।
অনাবৃত, চকচকে দেহে এ কিসের দাগ?
একি সেতো নিষিদ্ধ পাপ!
এ'তো মহাপাপ!
সফেদ মনে তোমার ধোয়া;
এখন শ্বাসরূদ্ধকর বিষাক্ত বাতাস,
বাচতে হলে তোমারই হাত,
কিন্তু চোখের মধ্যে ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা
একি সেতো নিষিদ্ধ পাপ!
এ'তো মহাপাপ!
তোমার দেহে কার বাস?
পাপ সাধনে সর্বনাশ
আত্মহনণে নতুন আশ
একি সেতো নিষিদ্ধ পাপ!
এ'তো মহাপাপ!
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৮