আমি জনম মরা, মরে গেছি অনেক আগে,
আমি মাতাল ছোঁড়া, শুরার পেয়ালায় চুমু দিয়ে।
আন্ধার রাতে দেখি ঝলমলে উল্কা,
তাতে যেন কার দেহ পুড়ে।
বাতাসে রুদ্রাক্ষের গন্ধ,
মেরা ফেলা মিষ্টি সবুজ ঘাসে শিশির জমতে থাকে।
ক্লান্ত মানুষের দল,
এগিয়ে যায় কাধে সস্তা দামের সাদা কফিন নিয়ে।
শেষকৃর্ত্যের শেষ দৃশ্য,
সাদা ঘুঘু জানান দেয় চিৎকার করে।
ফেরেশ্তার এই শবযাত্রায়,
কোন চৌরাষিয়ার বাশি বাজে।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০