হ্যালোজেন ল্যাম্পপোষ্ট আমার সস্তা দামের জোছনা,
প্রতিরাতে মাখি সে স্নিগ্ধতা।
কৃত্রিম মেঘ বানাই ভলকে ভলকে ছাড়া সিগারেটের ধোয়ায়,
ধোয়াশা ধোয়াশা আবহে,
গাড়ির হেডলাইট যেন স্বপ্নের জোনাকি।
ছাই ফেলি টোকা দিয়ে,
অবাঞ্চিত ছাই, উড়ে এসে পড়ে আমারি গায়ে।
আগুন জ্বলে জ্বলে তামাক পোড়ায়,
শেষ টানের কাছাকাছি প্রহর।
আমি প্রস্তুত সিগারেট নিভবে, ধোয়া কমবে।
তখন স্নায়বিক চাপ দেবে আবেগের বেগ,
বাচার জন্য তাই, প্যাকেটের ভেতর ছোট্ট খোজ।
নাই কিচ্ছু নাই।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৭