শোন না মাধবী, স্বপ্ন দেখবে? চল দেখি।
মাধবী নাটাই ধরবে, ঘুড়ি ওড়াবো একসাথে।
এই মাধবী, মাধবী; এই মাধবী শোন না।
আচ্ছা জেগে আছো তুমি?
মেঘডানায় ভর করে পেজা পেজা কালো মেঘ দেখ কেমন করে পূর্ণিমা ঢেকে দিচ্ছে।
চল না দুজন হাত তুলে সেই অনাগত বৃষ্টিতে ঝাপিয়ে পড়ি।
চল না; আজ ভেজবো, প্রাণ উজাড় করে।
আজকে পান করবে আমার সাথে স্বর্গ পতিত প্রাণ শুধা।
কালবৈশাখী ঝড়ের হালকা হাওয়া কাপিয়ে দেবে দুজনের শরীর।
জাপটে ধরবো তোমাকে, যেমন ধরে রেখেছি সফেদ চাদরে ঢাকা শরীরটাকে।
এই মাধবী, মাধবী শোন,
আমি রাখবো তোমার কথা,
নিয়ে যাবো সমুদ্র পাড়ে;
পুরোটা পথ তোমার আংগুলগুলো, আমার আংগুলের খাচায় থাকবে বন্দী।
এই জেগে আছো তুমি?
শোন আজকে থেকে একটা সহস্র রাতের গল্প শোনাবো তোমায়,
ঐযে মনে আছে একবার হেরে গিয়েছিলাম তোমার সাথে বাজিতে;
সেই গল্প বলা আজ থেকে হবে শুরু, চলবে হাজার বতসর ধরে।
কি হলো? তাকাবে না আমার দিকে?
একটা কথা রাখবে আমার?
আরেকবার আমার সিক্ত নীলাভ গোলাপী অধরে স্পর্শ করুক তোমার উষ্ণ অধর।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৭ রাত ১:১৮