আর্দ্র অনুভূতি বলছে ভিজছে নগরী
সূর্যের অগ্নি ঘাম ঝরে ঝর ঝর,
মেঘের নৃত্যে ভরতনট্যমের ছোয়া।
আলোয় আলোয় স্ট্রাউসের সুর-লহমা কে করছে মাহেন্দ্রক্ষণ।
কে চায় অন্ধকার নিশীথির শুরু কিংবা রুক্ষ স্নিগ্ধতার শেষ?
উর্ধ্ব পানে তাকিয়ে জমিন দেখার পর কে বলে আমরা মিথ্যে?
কুয়োর ভেতর পড়ে আছে দুটো ব্যাঙ, মুখ থুবড়ে পড়ে থাকা দুটো শরীর;
সে শরীরের উপর জন্ম নিচ্ছে মায়াবী হাসনাহেনা গাছ।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৫