জানো আমি না সমুদ্র দেখিনি,
তুমি কী আমাকে সমুদ্র দেখাবে?
আমি আকাশ দেখেছি,
তোমাকে আমি আকাশের বিশালতা দেখাবো,
তুমি আমাকে সমুদ্র দেখাবে তো?
শোনো আমি না পাহাড়ের চূড়ায় উঠে বুক ভরে নিঃশ্বাস নিতে চাই, তুমি শুধু আমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যেয়ো আমি তোমাকে শিখিয়ে দিবো কিভাবে নিঃশ্বাস নিতে হয়। আমাকে নিবে তো তুমি? আচ্ছা তুমি কী কোন দিন মেঘ কে ধরতে গিয়ে ভিজে গিয়েছ? আমি না মেঘ কে ধরতে চাই, আমাকে নিয়ে যাবে মেঘের কাছে? আমি তোমাকে শিশিরের কাছে নিয়ে যাব, শিশিরকে কিভাবে স্পর্শ করতে হয় তাও শিখিয়ে দিব। তুমি শুধু আমায় মেঘের কাছে নিয়ে যাবে, নিয়ে যাবে তো? সত্যি আমার শূণ্যতা কে পূরণ করবে তো? কথা দাও পূরণ করবে? প্লিজ প্রমিস করো?
... জানি পারবে না! জানি আজ তুমি আমায় প্রমিস করবে না।
আজকে বড্ড বেশি পাগলামী করে ফেলেছি, বড্ড বেশি! আমি আর কোন দিন এমন করবো না, আর কোন দিন না। আর কোন দিন শূণ্যতা পূরণের আবদার করবো না, তুমি দেখে নিও!
আজকে তোমার জন্য খুব বেশি কষ্ট হচ্ছে বিশ্বাস করো, তোমাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি। জানো তোমাকে যে আমি কি বুঝাবো নিজেই বুঝে উঠতে পারচ্ছি না। আমার হারিয়ে যাওয়া আর তোমাকে রেখে যাওয়া এই কঠিন ব্যস্তবতাকে কেন জানি আমি আজ মেনে নিতে পারছিনা। কেন যে সব কিছু এমন হয়ে গেল! তোমার মনে পড়ে তুমি মাঝে মাঝে আমায় একটা কথা বলতে 'কেউ কোন দিন কারো শূণ্যতা পূরন করতে পারে না'? আজ এই কথা টা আমায় কষ্ট দিয়ে বেড়াচ্ছে।
আমার ভীষন ঘুম পাচ্ছে, ঘুমাবো!
ও! তোমাকে একটা কথা বলা হয়নি, এখন না বললে হয় তো আর বলা হবে না। কাল রাতে সেই স্বপ্ন টা আবার দেখেছি!
এবার যা দেখেছি তা যে সত্য এটা টের পাচ্ছি আজ সকালে রিপোর্টগুলো পাওয়ার পর!
স্বপ্নটার মাঝে সব কিছু ঠিক আছে। দেখলাম তুমি আমি নৌকাতে বসে আছি, একটু পর সেখান থেকে আমি সরে গেছি। জানো স্বপ্নের মাঝেই আমি বিশ্বাস করতে পারছিলাম না তোমার পাশে আমি নেই। এই ঘটনা টা দেখার পর আমি ছুটে গিয়েছিলাম ঐ সবুজে যেখানে তোমার কাঁধে মাথা রেখে আমি বসে ছিলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি তুমি বসে আছো কিন্তু আমি নেই।কোথাও নেই।