প্যারা ১ঃ
প্রিয় ব্লগার গন, কেমন আছেন আপনার সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।আমিও আছি এক রকম। কেমন যাচ্ছে আপনাদের শেয়ার ব্যাবসা? বাজারে বেশ কয়েক দিন কঠিন মন্দা গিয়েছে। আস্তে আস্তে বাজার ঘুরে দাড়িয়েছে। বাজার এখন বর্তমানে ব্যালান্স পর্যায়ে আছে। আশা করি আপনারা হতাশ হননি। হতাশ হবার কিছু নেই। বাজার আবার ধীরে ধীরে চাঙ্গা হবে।তবে আমি আজকে এই ব্লগটি লিখছি একটি বিষয় নিয়ে যা সবার নজরে পড়ে নাই। আপনারা অনেকেই জানেন গতকাল ওশান কন্টেইনার লিমিটেড কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।১০ টাকা মুল্যের এই শেয়ারের গত কাল অপেন বিড পদ্ধতিতে লেনদেন শুরুহয়। কর্পোরেট ব্যাবসায়ীরা চিন্তা ভাবনা করে, হিসেব নিকেশ কষে ১৪৫ টাকা এই শেয়ারের দাম নির্ধারন করে দেয়। সেই হিসেবে ক্ষুদ্র বিনিয়োগ কারিরা ১৫০ থেকে ২২০ টাকার মধ্যে এই শেয়ারের ক্রয় বিক্রয় করা স্বাভাবিক ছিলো। কিন্তু গত কাল যা হলো তা এক বিস্ময়কর ব্যাপার।শেয়ারের দাম ২২৫৪ টাকায় উঠে যায়, তার পর ১৮০০, ১৫০০ ১২০০ করে নামতে নামতে সর্বশেষ ৩৭৫ টাকায় লেনদেন হয়। যিনি ২২৫৪ টাকায় শেয়ার কিনতে গেলেন তিনি কি কিনার সময় এক বার ভেবে দেখেছেন, কেন তিনি ২২৫৪ টাকায় এই শেয়ার কিনবেন?যিনি বা যারা এই টাকায় শেয়ার কিনেছেন তারা প্রতি লটেই প্রায় ২০০০০০/- টাকা লস খেয়েছেন।তার পরো কি কারো হুস হয় না?ব্যাবসায়ীরা কি অতীত থেকে শিক্ষা নেয়না? যমুনা ওয়েল নিয়ে কি হয়েছিলো মনে নাই? ১০ টাকা ফেস ভ্যালুর এই শেয়ার প্রথম দিনেই ৯৫২ টাকা উঠে যায়। অনেকেই ওই শেয়ার কিনে স্বর্বসান্ত হয়েছেন।তার পরো কি শিক্ষা হয়না?ওপেন বিডে জুয়া হয়েছে এই কথা বলা হাস্যকর। নির্বোধ বিনিয়োগ কারিরাই এই অবস্থার জন্য দায়ী।
প্যারা ২ঃ ওসিএল(ওশান কন্টেইনার লিমিটেড)কি, গ্রামীন ফোনের চাইতেও অনেক বড় কোম্পানি?আয় কি গ্রামীনের থেকেও বেশী তা না হয়ে থাকলে গ্রামীনের প্রতি শেয়ার ৩৬৫ টাকা অনেক কম। ওসিএল এর সাথে তুলনা করলে গ্রামীনের প্রতি শেয়ার ৫-৬ হাজার টাকা হওয়া উচিত ছিলো। অথচ ৩৫০ টাকা পার হওয়ার পর গ্রামীনের শেয়ার বিপদ জনক হয়ে যায়। এস ই সি গ্রামীন কে স্পট মার্কেটে পাঠিয়ে দেয়।তাহলে যারা ২২৫৪ বা ১৮০০ বা ১৫০০ টাকায় এই শেয়ার কিনেছেন তারা কি ভেবে দেখছেন না? এটা তো শুধু পাগলামি না, আত্তহত্যাও বলা যেতে পারে। এস ই সি ও দায় এড়াতে পারেন না। তাদের উচিত ছিলো সার্কিট ব্রেকার বেধে দেয়া। যাতে নির্দিস্ট দামের উপরে উঠতে না পারে।
প্রিয় ব্লগার গন, আপনাদের ও সাবধান করছি, পাগলামির দরকার নাই।কম লাভ হোক তাও ভালো। নির্বোধ বিনিয়োগ কারীর মতন একদিনে সব শেষ করে দিয়ে পরে শেয়ার বাজার কে গালী দেয়ার কোনো মানে নাই। যারা দেখেও শেখে না, তারা ঠেকায় পরেও শিখবে না। শেয়ার ব্যাবসা সকলের জন্য নয়। এই ব্যাবসায় যেমন রয়েছে প্রাচুর্যের হাত ছানি, তেমনি রয়েছে মারাক্তক বিপদ।তাই যা করবেন ভেবে চিন্তে।
আপনাদের মঙ্গল কামনা করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।