সম্মানিত ব্লগারগন, কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আবার আমি আপনাদের মাঝে ফিরে আসলাম বেশ কয়েকদিন বিরতির পর।আজকে আমি বাজার সম্পর্কে কিছু আপনাদের বলবো।ভাবছেন আবার বিরক্তিকর কোনো উপদেশ? না না, আজ আমি কোনো উপদেশ দিতে আসিনি। আমি আজ অভয় দিতে এসেছি। আপনাদের অনেকেই শেয়ারে বিনিয়োগ করেছেন, অনেকেই আছেন বাজার বোদ্ধা।কয়েক দিন আগে আমি বাজারের পতন সম্পর্কে ভবিষ্যতবানী করেছিলাম, এখন বাজারে ব্যাপক মন্দা চলছে।ব্যাঙ্ক,বীমা,এনার্জি,মিউচুয়াল ফান্ড এমন কোনো খাত নাই যার কোনো দর পতন হয়নি গত কয়েক দিনে। অনেকে নিটিং সুবিধা ও মার্জিন লোনের কথা বললেও সঠিক ভাবে বাজার পতনের কারন কেউ বলতে পারেনি। অনেক ভালো কোয়ালিটির শেয়ারের দর পতন আমাকে অবাক করে নাই।স্পট মার্কেটে গ্রামীন ফোনের দর বৃদ্ধিও আমাকে অবাক করে নাই।আমি মনে করি এখন যা হচ্ছে তা হলো কারেকশান। মন্দা বাজারের স্বাভাবিক ধর্ম, আমি তা আগেই বলেছিলাম।অনেকেরই বিপুল পরিমান পুজি আটকে গিয়েছে, শঙ্কিত ব্যাবসা নিয়ে। আমিও অনেক লোকসানের মাঝে আছি।কিন্তু আমি ভীত নই। বরং মন্দা হচ্ছে সুজোগ,যারা বিনিয়োগ বৃদ্ধি করতে চান তাদের জন্য কম মুল্যে শেয়ার কিনার এটাই সুজোগ। অল্প কিছু দিনের মধ্যেই বাজার আবার ঘুরে দাঁড়াবে আশা করছি।ভালো মৌলভিত্তি সম্পন্ন শেয়ার গুলো আবার আগের দামে ফিরে যাবে অচিরেই।আপনারা আপনাদের হাতে থাকা ভালো শেয়ার গুলো লস দিয়ে বিক্রি না করে বরং আরো শেয়ার কিনুন, গড় ক্রয় মুল্য কমে যাবে।আমি অনেকটাই নিশ্চিত ভবিষ্যতে আপনার জন্য ভালো মুনাফা অপেক্ষা করছে। হতাশ হবার কিছু নাই।
কথায় আছে না- মেঘ দেখে তোরা কেউ করিসনে ভয়,
আড়ালে তার সুর্য হাসে,
হারা শশীর হারা হাসি অচিরেই ফিরে আসে।
আপনাদের মুখের হাসি অচিরেই ফিরে আসবে।ভয় ও শঙ্কার কিছু নেই।শুভ কামনা রইলো আপনাদের জন্য।