প্রিয় ব্লগারগন কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের শেয়ার বাজারের কিছু বিষয় অবগতির জন্য এই ব্লগটি লিখছি। গত তিন কর্মদিবস শেয়ার বাজারকে ভালো ভাবে পর্যবেক্ষন করার পর আমার এই ব্লগটি লিখা। আপনারা খেয়াল করলে দেখবেন শেয়ার বাজারদর, পয়েন্ট, সুচক অনেক উর্ধ্বমুখি । কিন্তু একটু গভীর ভাবে পর্যবেক্ষন করলে দেখতে পাবেন, প্রায় বেশীর ভাগ কোম্পানির দর নিম্নমুখি। হাতে গোনা কিছু কম্পানির দর বেড়েছে। তার মধ্যে আছে গ্রামীন ফোন। এই কম্পানী অনেক বড় এবং বাজার মুলধন অনেক, তাই এই কোম্পানির শেয়ারের দাম ১ টাকা বাড়লেও সুচক ৩ পয়েন্ট বেড়ে যায়।গ্রামীনের শেয়ারের দাম এখন ৩৪২ টাকার মতন। বিপদজ্জনক ভাবে এই শেয়ারের পিই দাড়িয়েছে ৪৬.৬৩। তাই বেশির ভাগ কোম্পানির দাম কমলেও টোটাল বাজার বাড়তির দিকে। আমার ধারনা, নতুন অনভিজ্ঞ বিনিয়োগকারিরা ব্যাপক হারে গ্রামীনের দিকে ঝুকে পরায় এই অবস্থা সৃস্টি হয়েছে।। কিন্তু একটি বিষয় এড়িয়ে যাবার নয়। “ বাজারের অন্য শেয়ারের ধীরে ধীরে দর কমা” । ভালো ভাবে বোঝা যাচ্ছে রেগুলার ও পুরানো ব্যাবসায়ীরা আস্তে আস্তে অতিমুল্যায়িত বাজার থেকে সরে দাড়াচ্ছেন। তাই আমার মনে হচ্ছে ধিরে ধিরে বাজারে মন্দা আসন্ন। এতে বিপর্যয় নেমে আসবে, হুজুগের উপরে কিনা নতুন আগমনকারী শেয়ার ব্যাবসায়িদের।তাই যারা এখন নতুন শেয়ার কিনতে যাচ্ছেন তাদেরকে পরামর্শ দিব, আরো কিছুদিন বাজার পর্যবেক্ষন করে শেয়ার কিনতে। বাংলাদেশের শেয়ার বাজার একটা উত্থান-পতনের বাজার। তাই বাজার চাঙ্গা থাকারপর মন্দা আসবেই।জোয়ারের পর যেমন ভাটা আসে, দিনের পর যেমন রাত আসে, তেমনি ভাবেও মন্দা আসবে। এই চাঙ্গা বাজার-মন্দা বাজার এক রকম সাইন কার্বের মতন, বা উপবৃত্তের গ্রাফের মতন।
** সম্মানিত ব্লগারগন আমার গত পোস্ট “কোন শেয়ার কিনবেন “ আপনাদের নিকট ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় আমি খুশি হয়েছি। আমি ওই পোস্টে বলেছিলাম আপনাদের ভালো লাগলে শেয়ারের “ক্ষতি/ক্ষতি পুরন বিষয়” নিয়ে লিখবো। পোস্টটি শিঘ্রই দিবো।
সবাই ভালো থাকবেন ধন্যবাদ। আল্লাহ হাফেজ।