কত শব্দ নির্ঘুম ভাসে আমার বিষণ্ণ স্রোতের নোনা জলে
সময়ের চোরাবালি নিশ্চুপে আমায় জড়িয়ে রাখে
আরো ছিলো যে কত কথা তোমার যন্ত্রণার বুকে
পুনরুদ্ধারে হারিয়ে ফেলেছি হাজারো সমুদ্রের ঢেউ
তোমার বহমান হৃদয় সমুদ্রের বসবাস কোথায় ?
তবে হৃদয় রসায়নের ভেলা দিতাম ভাসিয়ে সেথায়।
বুনেছি হৃদয় অরণ্যে চন্দ্রের এক আবেগি বাঁশি
সে সুরে সুরে ছড়ায় তোমার বাগানে জ্যোৎস্নার হাসি
আমার চরণহীন কবিতা নীলিমার পর্বতে বেঁধেছে বাসা
তোমার জন্য রেখেছি অগোছালো নৃত্যের সুবাসি বেদনা
উদাসী ছায়া হয়েছে তোমার দ্বিপ্রহরের অব্যক্ত পাহারাদার ।
ঘূণেধরা চৌকাঠে তীব্র প্রেমের দুরুদুরু কাঁপন
অযাচিত সুখের মোড়ানো তারকাঁটায় নিশ্চিন্ত রাত্রি ।
আমার আমন্ত্রণে আসে না কোন জোনাক দল
তোমার লাবণ্য খুঁজে পায় তারা উজ্জল্য দৃষ্টি
নয়নের সমস্ত উঠোন জুড়ে শুধু তোমারি মায়ার অজুহাত...
আমি আর সন্ধ্যা প্রদীপে আঁকবো না কোন প্রেম
তোমার সান্নিধ্যে দিলাম রেখে কিছু বিদগ্ধ ঋণ ।
একদিন হয়তো আমার দূর সমুদ্রে লাগবে আগুন
সেদিন বহুদূরে, তুমি হয়তো হয়ে যাবে তীর
আমি চেয়ে থাকবো অপলক তুমি আছো দাঁড়িয়ে...
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৩