শাসক তুমি জানো কী আমাদের খবর ?
জানবে কী করে তুমি তো জীবিতদের কথাই জান না
আর আমরা তো মৃত কথিত অমরের মালা পড়ে
তুমি কী জানো আমরা শান্তিতে নেই ?
স্বাধীন করেছি সেই অনেক বেলা
মৃত হয়েছি,ধর্ষিত হয়েছি, স্বজনহারা হয়েছি
হারানোর খাতা দীর্ঘ বিভীষিকাময়
সেটা মৃত মাটিও জানে ।
রক্তে রঞ্জিত করেছি শরীর
স্বাধীনতার পিপাসায় তৃষ্ণা মিটিয়েছি
কিছু রক্ত রেখে গেছি তোমাদের তৃষ্ণার্থে
আর তোমরা কিনা তাদের তৃষ্ণা মিটিয়েছ
আয়েশি জীবন ভোগে তাদের স্বাভাবিক মৃত্যু হয় !
শুনে রাখ শাসক, তুমিও আসবে আমাদের ঘরে
তোমার বিচারের ক্ষুদ্ধ সাক্ষী হব আমরা
তোমার ক্ষমা নেই, ক্ষমারও যে মাপকাঠি আছে ।