রাতকে ডেকে বললাম, অন্ধকার ফেলে দাও
দিনকে ডেকে বললাম, আলো দূরে সরাও
ভাবি এই সব আমি কাকে কী বলছি !
যে অন্ধকার ছাড়া রাত হয় না;
যে আলো ছাড়া দিন ফোটে না
তাদের বলছি এইসব ফেলে দিতে !
নির্ঘাত আমি পাগলে রুপান্তরিত হয়েছি ..
না...না আমি পাগল নই, উম্মাদও নই
তারা যদি আলো-অন্ধকার বিহীন না থাকতে পারে
তোমায় ছাড়া আমি আছি কীভাবে !
আমারও তো রাত মিলতো না,হত না দিন দেখা-
তোমায়হীন ভাবনায়...
কিন্তু এখন তুমি নেই
একলা কাঁদি, একলা হাসি
রাতদিন আমার নিত্য সঙ্গী
তারা নিজ আলোয় আলো দেয় ;
তারা নিজ অন্ধকারে অন্ধকার দেয়
তারা প্রকৃতিক-
ঠিক তোমায় না মেলার আগে
এবং চলে যাওয়ার পরে ।...
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৪৭