বঙ্গমাতা দু’চক্ষু অশ্রু নিয়ে বসে আছে জায়নামাজ বিছিয়ে
কথা দিয়েছে তাঁর সন্তান তোমার ভয় নেই মা, বিজয় আসবেই
বন্দুকের প্রতিটি বুলেটে মায়ের ছবি এঁকে যায় স্বঘোষিত যোদ্ধা
আরাম করবে মায়ের কোলে কেউ করবে না মানা
এই যে স্বাধীনতা, হাসবে মাতা, হাসবে সন্তান, নেই কোন বাঁধা ।
সকালের সূর্যে বিজয়ের হাসি, আকাশ বাতাস স্বাধীন
বঙ্গমাতা কর্নধারে খোঁজে সন্তানের ‘মা’ বোলে ডাকা
খোঁজে তাঁর আচলে লুকিয়ে থাকা ‘মুখ’ হাসিমাখা
আরও খোঁজে রাতে বুকে জড়িয়ে থাকা নিরাপদখচিত ‘নিঃশ্বাস’।
সন্তান ‘আসার কথা’ এখনো রাখেনি কিন্তু ‘বিজয়ের’ কথা রেখেছে
মা ডাকে তাঁর সন্তানকে, কেঁপে উঠে- মাটি, আকাশ, বাতাস
মা বলে তোরা আমার ডাকে কেন এমন করিস,
মা বকা দেয়- বঙ্গের মাটি, আকাশ, বাতাসকে
সন্তান হাসে, মা তুমি এখনো আমায় বকা দাও !
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫১