কাঁদতে গিয়ে দেখি বৃষ্টি হচ্ছে
প্রকৃতিও হয়েছে আমার নিরিখে
কান্নাটাও দেখতে দিবে না কাউকে ।
সে কি জানে না আমার চোখের জল হয়েছে অনেক ভারী !
সে নিজেই বৃষ্টির মত কোরে নিজেকে ঝরাতে পারে
তার প্রকৃতি সাহায্য দরকার নেই ।
বৃষ্টি আজ বুঝলোনা শততম ক্ষত
চায় সব ধুয়ে দিতে প্রকৃতির মত
আমি হাসি আছে মুখে জোর যত ।
বৃষ্টি তুমি শুধুই পারবে ধুয়ে দিতে দুঃখক্ষরণ
পারবে না তুমি সারাতে দুঃখের ক্ষতন
এই দুঃখ দূরারোগ্য, ওষুধ নেই মৃত্যু ব্যতিত ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৪৪