তুমি আমাদের সাজিয়েছো অনন্য উচ্চতায়
বঙ্গের মাটিকে দিয়েছো অমরত্বের স্বাদ
এখনো তোমার গন্ধ জড়িয়ে আছে মৃত্তিকার গর্বিত হৃদয়
তুমি চলে গেছো বহু আগে স্বরণীয় পাতায় গেঁথে
তবে বিশ্ব এখনো বাহু নত করে তোমার তরে
এই বঙ্গের সৌভাগ্য, তুমি একাত্তর !
তুমি একত্রিত করেছিল আমাদের এক পেয়ালায়
ছিল না কোন ধর্ম, বর্ণ, গোত্রের সর্বনাশী বিনাশ
ভ্রাতৃত্বের সুখস্বাদ আচ্ছাদন দিয়েছিলে প্রাণ খুলে
আপন শক্তি হাতে তুলে বলেছিলে যাও স্বাধীনতা হরনে
তোমার শক্তিতে বুকে বুলেট গেঁথে বিজয় পতাকা বেঁধেছিলাম কপালে
এই বঙ্গের সৌভাগ্য, তুমি একাত্তর !
সেই সকল ঘটনা অতীত হয়েছে বহু আগে বাঙ্গালি মনে
তুমি এখন শুধুই বইয়ের পাতার নামমাত্র আনন্দ বিলাস
তোমার দেওয়া শক্তি হারিয়ে গেছে গর্বের জাঁতাকলে
তুমি এখন শুধুই দাঁড়িয়ে থাকা ঘরের ঘূণে ধরা খুঁটি বৈকি
আফসোস, তুমি ঘূণ বিনাশের প্রতিষেধক দিয়ে আসো নি
এই বঙ্গের দুর্ভাগ্য, তুমি একাত্তর !!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৪১