৷৷৷৷৷অনেকদিন পর লিখতে বসলাম। বলতে গেলে, অনেকটা নিজের অজান্তেই। কি লিখব তাও জানা নেই। শুধু জানি,বুকের বামপাশের ব্যথাটা দিন দিন বাড়ছে। হয়ত দায়িত্ব এর বোঝাটা দিন দিন বাড়ছে। অথবা হয়ত কোনো দায়িত্ব নেই ; থাকবেই বা কি করে? পালন ত করতে পারি না।
বসেছিলাম রিক্সায়, দেখলাম উপর দিয়ে একটা কাক উড়ে যাচ্ছে। ভাবলাম কেন কাক হলাম না, কেনো উড়তে পারি না স্বাধীন ভাবে? অবাক সৃষ্টি আমরা, তাই না? আকাশে উড়ে চলে একধরনের স্বাধীনতা। সেটির জন্য ভিসা-পাসপোর্ট ও লাগে আমাদের। আচ্ছা কেউ কি জানো, কাকের ভিসা-পাসপোর্ট লাগে কিনা? হয়ত লাগে না। সেই ভালো, দিনশেষে বাসায় খাবার নিয়ে ফিরে সন্তুষ্ট। আচ্ছা, আমরা কেন সন্তুষ্ট না? আমরা কি কাকের চেয়ে ভালো খাবার খাই না? হয়ত এইজন্যেই আমরা মানুষ। কিছুক্ষেত্রে মানুষ কাকের সমান, অধম বলব না কারন হয়ত আমিও মানুষ।
পুনশ্চঃ তনুর কথা মনে আছে?
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৩