পরিচিতি - Siddhagiri Gramjivan Wax Museum এর বাংলা করলে দাঁড়ায় “সিদ্ধাগিরি গ্রামীন জীবন মোম যাদুঘর”। এটি একটি মোমের তৈরি পুতুলের যাদুঘর। শুধু যে মোমের তৈরি পুতুলের যাদুঘর বলেই এর খ্যাতি তা নয়, বরং মোমের তৈরি পুতুল গুলিদিয়ে গ্রামীন জীবনকে হাইলাইট করার জন্যই এই যাদুঘরটি অন্যন্য অসাধারণ হয়ে আছে। সারা পৃথিবীতেই এর জুড়ি মেলা ভার।
অবস্হান - ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর এর কাছেই Kaneri গ্রাম
সংক্ষিপ্ত বিবরন - এখানে ১২টি প্রধান পেশা ভিত্তিক জাতি ও জীবিকা ভিত্তিক পরিবারের গ্রামীন জীবন যাত্রা ফুটিয়ে তোলা হয়েছে মোমের পুতুল দিয়ে। তা ছাড়া আরো ১৮টি এমন সম্প্রদায়ের উপস্থাপনা রয়েছে যারা গ্রামেবাসী প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করেন।
যাদুঘরটির বৃস্তিতি ৭ একর যায়গা জুড়ে। এই ৭ একর যায়গা জুড়ে ৩০০টিরও বেশি মূর্তীর সাহায্যে প্রায় ৮০টি আলাদা আলাদা দৃশ্যপট তৈরি করে গ্রাম জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি এই যাদুঘর দেখানো হয়েছে।
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
২৭।
২৮।
২৯।
৩০।
৩১।
৩২।