সরাসরি বলতে গেলে Story Board হচ্ছে Film এর প্রথম pre-visualizing বা গল্প চিত্র।
একটি Film বা Drama যাই হোক, এর শুটিং এর আগে যদি Story Board করা হয়, তাহলে অনেক সহজেই বুঝতে পারা যায় ফিল্ম টি কেমন হবে। Story Board দেখেই ফিল্মের Story বুঝাজায়।
ধরেন আপনি সুটিং এ ক্যামেরা setup করলেন, এখন ক্যামেরার সামনে কি ফ্রেমে Character কি হবে, Character কোথায় থাকবে, ডানে - বামে, সামনে পেছনে কি থাকবে, ক্যামেরার এঙ্গেল কি হবে, এই সব আগে থেকেই Story Board এ আকা থাকে।
অনেকেই আছে যারা এই কাজটি কোন শিল্প দিয়ে করিয়ে থাকেন, আবার নিজেরাই করে থাকেন, Film making এর আগে Story Board করাটা অনেক গুরুত্ত পূর্ণ।
Story Board করলে আপনার সুটিং এর প্রায় ৬০ % কাজ হয়ে গেল, এর পরে শুধু লোকেশনে গিয়ে ক্যামেরা ফেলে শুটিং করলেই হলো।
আপনাকে ৬০% কাজের পরিশ্রম কম করতে হবে। এতে করে নির্ধারিত সময়ের মাধ্যেই আপনার কাজ তুলে নিতে পারবেন।
Hollywood, Bollywood কিছু Tollywood এ ও অনেকেই ফিল্মের Story Board করে, Freelancer Film Director দের দিয়ে Sub Contractor এ কাজ করিয়ে নেন। এতে তাদের অনেক সময় কম লাগে, এবং তাদের চাহিদা অনুযায়ী Sub Contractor Film Director রা কাজ তুলে দিতে পারেন।
Story Board করা থাকলে যে কেউ ফিল্মের সুটিং অনেক ভালোবাবেই করতে পারবে, তেমন সমস্যা হয় না। তাই ফিল্মের Story Board করা অনেক গুরুত্ত পূর্ণ।
এতে আপনার film এর story আগে আপনি নিজেই বুঝতে পারবেন, এবং ইচ্ছে মতো story পরিবর্তন করতে পারবেন।
তাতে করে আপনার কষ্টের Film টি দর্শকের কাছে অনেক সহজ ভাবেই প্রকাশ করতে পারবেন। আপনার film টি দর্শকের কাছে আরো ভালো ভাবে গ্রহন যোগ্যতা পাবে।
এই ছবিটির দিকেই তাকিয়ে দেখেন, ১নং ফ্রেমে নায়ক সিরিদিয়ে উপড়ে উঠছেন, ২ নং ফ্রেমে নাইকা সিরিদিয়ে নিচে নামছেন। ৩নং ফ্রেমে দেখেন তাদের দেখা হলো। ৪নং ফ্রেমে দেখেন তারা মুখো মুখি দাঁড়িয়ে আছে। ৫নং ফ্রেমে দেখেন তারা হাতে হাত দরে নাচ্ছেন। বাকিগুলো আশা করি আর বলতে হবেনা। খুভ সহজেই বুঝতে পারা যায় পরের story কি হবে।
তাই Film Making এর আগে অন্তত যেমন করেই হোক, যেমন ই পারেন, তেমন করেই, আপনি বা অন্য কারো সহযোগিতায় Film এর story থেকে Story Board বানিয়ে নিন।
আপনার সময়, টাকা, শ্রম ইত্যাদি সব কিছুই অনেক কম হবে,