ব্রিটিশ ভারত ও পাকিস্তান আমলে রাষ্ট্রের শ্রেষ্ঠ তোষামোদকারী-দের নানান খেতাবে ভূষিত করা হত।
রায় সাহেব, খান সাহেব, রায় বাহাদুর, খান বাহাদুর, তঘমা ই মূলক!!
এই উপাধি গুলো যতটুকু সম্মান আনত ঐ ব্যক্তিদের জন্য তার চে' বেশি ঐ ব্যক্তিরা "শাসকদের দালাল" হিসেবে পরিচিতি পেত, আমজনতার কাছে!!
সময় বদলেছে, বদলায়নি মোসাহেবির প্রকৃতি আর নমুনা, মোসাহেবির পুরষ্কার।
বিদ্বান ব্যক্তি ডক্টর আনিসুজ্জামান "পদ্মভূষণ" উপাধি পেয়েছেন।
রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ-দের নির্যাতনমূলক শাসনের প্রতিবাদে "নাইট" উপাধি ফিরিয়ে দিয়েছিলেন।
আশা করি রবীন্দ্রভক্ত হিসেবে রবীন্দ্রনাথের "নাইট" উপাধি ফিরিয়ে দেয়ার মত উনিও উনার উপাধি ফিরিয়ে দিবেন!!
এটা ভারতীয় দের প্রতি কোন ঘৃণা থেকে নয় বরং সীমান্ত হত্যা, তিস্তা-পদ্মার পানি একচেটিয়া প্রত্যাহার, অতিসম্প্রতি আমাদের টেস্ট স্ট্যাটাস-এর উপর ছড়ি ঘোরানোর প্রচেষ্টা'র নীরব প্রতিবাদ হিসেবে তার এই পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করি।