রাতটা বড় ! আধাঁরটা ঘন কালো !
পথটা আঁকাবাঁকা, আকাশটা যেন মেঘে ঢাকা !
আর ভোরটা কুয়াশায় মোড়া
হৃদয়ে মোর শুন্যতা।
মাঝে মধ্যে উঁকি দিয়ে আলোটাকে খুঁজি।
আলো-আধাঁরের লুকোচুরিতে,
পথটাকে হারিয়ে ফেলি।
হঠাৎ অশুভ আশংকায়
গূহোর সেই স্পষ্ট পথটাকেও অস্পষ্ট মনে করি।
ঐ যে টিকটিকির শব্দে অবাক বিস্ময়ে
তার ছুটেচলা দেখি।
থেমে নেই কেউ, থেমে নেই কিছু,
শরত হেমন্ত শেষ করে শীতের বারাবারি,
কত কালের সাক্ষী হয়েছে তারা।
এখনো তাদের মাঝে নিজেকে খুঁজে ফিরি
ফেলে এসেছি কত আবেগ
কত দুঃখে সুখে মিশে থাকা সেই পৌষের দিন গুলি।
থেমে যাই প্রকৃতির মাঝে,
তারপর,...
কাক ডাকা ভোরের স্বপ্নটায় বোধ হয়
আজোও বেঁচে আছি।
//সুমন
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৮