সময়গুলো খুব দ্রুত চলে যায়। মাথায় এখন আর চিরুনি লাগে না...। নিজের জন্য আর শ্যাম্পু কিনি না। মাঝে মধ্যে ছেলের জনসন শ্যাম্পু মাথায় দেই... কিন্তু কই বয়সতো কমে না...সময় তার নিজ গতিতেই চলে যাচ্ছে... কেউ কারো জন্য বসে নেই..।
সবাই সবার মত ঘুম থেকে উঠছে, খাচ্ছে, দাচ্ছে, যার যার কাজে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমার/আমাদের শেষ গন্তব্য কোথায়।? কয় দিন আগে পত্রিকায় পড়লাম এক বিজ্ঞজন এক সেমিনারে বলতেছিলেন..."রাজনীতি এখন বিত্তবানদের খেলা..." একজন সফল মানুষের মুখে হতাশার বাণী শুনা যাচ্ছে... "
আসলে আমিতো দেখি প্রতিটি জায়গায়ই ক্ষমতাবানদের খেলা... জীবনের প্রতিটি জায়গায় আপনাকে যুদ্ধ করতে হবে...খেলতে হবে নোংরা খেলা...কি সমাজে, কি স্ংসারে, কি রাষ্ট্রে? নিজেকে বুদ্ধিবান, নিজেকে চালাক, নিজেকে বিজ্ঞ, নিজেকে ক্ষমতাবান দেখাবার জন্য আমরা প্রতিনিয়ত অভিনয় করে বেরাচ্ছি। আসলে সবাই আমরা ভালো মানুষের মুখোশ পরে আছি।
আমরা শক্তের প্রশংসা করছি আর যাকে দূর্বল ভাবছেন সে আপনার কিছু ক্ষতি করতে পারবে না তাকে সহজ সরল ভেবে তাকে বিভিন্ন ভাবে হাই কোর্ট/সুপ্রিম কোর্ট দেখাচ্ছি।
জীবনের যত ভুল আমার/আপনার তার প্রায়শ্চিত্তও আমার/আপনারই । মাঝে মধ্যে হয়তো ভাবি কেন পৃথিবীতে জন্মালাম।এর জন্য মা-বাবা না নিজকে না সৃষ্টি কর্তাকে দায়ী করা যায়...? নিজে মানুষ হিসেবে জন্ম নিয়েছি আবার নতুন করে মানুষ হবার জন্য নিজেকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে...
জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না আনন্দ বেদনা কারো একার না। এগুলো
অংশীদার সবাই। মজার ব্যাপার হলো দুঃখ-কষ্টের জন্য আমাদের ঘটা করে আয়োজন করতে হয় না এটা এমনেই এমনেই আসে। অন্য দিকে একটু আনন্দের জন্য আমাদের অনেক কিছুই করতে হয়। মনে হয় এটা বুঝি আল্লাহ্ এমনে এমনেই দেন না...
আমি আমরা অনেকেই মাঝামাঝি অবস্থানে আছি.. নিজে. চোর-ডাকাত-সন্ত্রাসী হতে পারি নাই। মাঝে মধ্যে দুঃখও হয় ...কেন পারলাম না ।? যদি হতে পারতাম মাদক ব্যবসায়ী -ইয়াবা ব্যবসায়ী... নিউজ পেপারে ছবি সহ মোটা দাগে রিপোর্ট আসতো ইয়াবা সম্রাট ...বাবা সুমন.. আসলে এসবের জন্য যে শক্তি যে হিম্মত লাগে তাতো সবার থাকে না।
এর চেয়ে ভালো আমরা ধার্মিক হই। চুপচাপ আলাহর ইবাদত করে যাই. সবাই বলবে ভাল ছেলে, ভাল মানুষ। তাতে সমাজ বা দেশের কি লাভ হবে? আমরাতো ধর্ম নিরেপেক্ষ রাষ্ট্র চাই, অসম্প্রদায়িক সমাজ চাই...। কিন্তু কেউ কি চাই ধর্মনিরেপক্ষ ঘর বা অংসম্প্রদায়িক সংসার বা ধর্ম নিরপেক্ষ সংসার? যাই হোক কারো লাভ না হলেও নিজেরতো লাভতো হবে, অন্ততঃ স্বর্গেতো যেতে পারবো।
কিন্তু আমি কি হবো? আমিতো এখনো মানুষ হতে পারিনি, পারিনি ধার্মিক হতে। মাঝবয়সে এসে এখনো নিজের বিবেকের প্রশ্ন বানে জর্জরিত আমি কি হতে যাচ্ছি মানুষ না অমানুষ না অন্যকিছু...
অসমাপ্ত...
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭