জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান গোয়েন্দাদের কথা উল্লেখ করে বলেছেন:
‘তাঁরা এও জানেন যে, কোন সংবাদটি সকলের জন্য প্রকাশ করা হবে এবং কোনটি প্রকাশ করা হবে না। কেন প্রকাশ করা হবে না, তারও পেছনে নিশ্চয়ই কিছু কারণ থাকে। সেই কারণটা কার স্বার্থকে রক্ষা করে, সেটি বোধ হয় চিন্তার বিষয়।
আমি অনুরোধ করব, সদাশয় সরকার যেন এ ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে চিন্তা করে দেখে যে, এত বড় একটা ব্যত্যয় কীভাবে হতে পারে। যার জন্য সারা বিশ্বের সামনে আমাদের মাথা আজকে হেঁট হয়ে গেছে’।
মিজানুর রহমান বলেন,‘বিষয়টিকে যেনতেন করে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে তার গুরুত্ব যেন কমিয়ে না ফেলা হয়, এ ব্যাপারে যারা দায়িত্বে রয়েছেন, তাঁদের বিনীতভাবে অনুরোধ করছি। এর পেছনে যারা রয়েছে, তাদের দ্রুততার সঙ্গে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যেন এ রকম অশুভ ঘটনা বাংলাদেশে আর না ঘটে’।
‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে একটি কালিমা লেপন করা হলো। কেন, কী জন্য, কার স্বার্থে - এটা আজকে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে’।
সরকারের নিযুক্ত জামাক চেয়ারম্যানের বক্তব্য যদি এই হয়... তাহলে আমরা কোথায় যাচ্ছি?!? আর কোথায়ই বা নিয়ে যাওয়া হবে আমাদের?!?!
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪৬