মাচু পিচু বিশ্ব ঐতিহ্যবাহী স্থান । ইউনেস্কো ১৯৮৩ সালে এটিকে তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে। এটি বর্তমান বিশ্বের সাতটি নতুন বিস্ময়েরও একটি।। এটি পেরুর উরুবাম্বা উপত্যকার ওপরে একটি পর্বতচূড়ায় অবস্থিত। মাচু পিচু ঐতিহ্যবাহী ইনকা বাস্তুকলার এক অনুপম নিদর্শণ। পালিশ করা পাথর নির্মিত এই শহরের প্রধান স্থাপনাগুলো হচ্ছে ইন্তিউয়াতানা, সূর্য মন্দির ও তিন জানালা ঘর ইত্যাদি। বর্তমানে অতিরিক্ত পর্যটক সমাগমের ফলে এই প্রাচীন শহরের অস্তিত্ব নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন।
চলুন দেখে নেই মাচু পিচুর কিছু মনোরম দৃশ্য:-
সূর্য মন্দির
চূড়ার ওপরে টেরেস করা চাষের জমি
মাচু পিচুর ইনকা দেয়াল
হুয়ায়না পিচু এর চূড়া থেকে মাচু পিচু
মাচু পিচুর প্যানরামিক দৃশ্য
মাচু পিচুর আবাসিক এলাকা
উৎস :- উইকিপিডিয়া, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:২১