A beautiful story with a lame-ass ending!
'বিড়ির আগুনে পড়ালেখা করে এসএসসি তে গোল্ডেন এ+ পেলেন অমুক'... এসব নিউজে আর অবাক হবোনা, যখন Bulbbul -এ দেখলাম মশালের এক শলতে আগুনে পুরো এক জঙ্গল পুড়ে ছাই হয়ে গেলো ।
ক্লাইমেক্স সিন হুজুগে সিনেম্যাটিক করতে গিয়ে ডেব্যু ডিরেক্টর Anvita Dutt প্রমান করে দিলেন তিনি কেন একজন ইন্ডিয়ান ডিরেক্টর । যদিও গল্প বেশ সুন্দর, এবং যতই আগাচ্ছিলো ততই স্টোরিটেলিং এর ব্রিলিয়ান্সি কার্ভ উপরের দিকেই যাচ্ছিলো । কিন্তু শেষে এসে আর্জেন্টিনার ২০১৪ ওয়ার্ল্ড কাপের মত হয়ে গেলো ।
বুলবুল ক্যারেক্টারে তৃপ্তি দিম্রি এখন পর্যন্ত তার জীবনের সেরা কাজ মনে হয় দেখায় দিসেন (যদিও তার আগের কোনো কাজ দেখা নাই) । তার প্রত্যেকটা এক্সপ্রেশন, আই লুক ছিলো হা-করে তাকায় থাকার মত । রাহুল বোস কে বরাবরই ভাল্লাগে । ইন্দ্রনীল-মহেন্দ্র দুই ক্যারেক্টারেই, হি জাস্ট নেইলড ইট!
সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স-কালার ব্রিলিয়ান্ট! এছাড়া সাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো লাগসে । স্টোরি 'So Indian' এন্ডিং স্টাইলে এন্ড না হলে মাস্টারপিস হওয়ার সমূহ সম্ভাবনা ছিলো Bulbbul এর ।
Bulbbul (2020)
My Rating: 3/5
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৪২