প্রিয় কবিতার খাতা ...
বেশ কিছুদিন বাদে ধূসর বাদাম মলাট খুলে
স্পর্শ করলাম তোমাকে, তোমার অনেক গভীরে।
যেখানে জমা আছে প্রথম জীবনের প্রতিশ্রুতি ,
আমার পরম পাওয়া নীলকণ্ঠি কষ্ট।
আমি টের পেলাম তোমার মৃদু কাঁপুনি
তখন আমার স্পর্শে তোমার ভেতর তোলপাড়,
হয়তো নিদারুন অভিমানে বিজিত হলে, কারন
এ বিজয় উল্লাসহীন, নিরবে সয়ে যাওয়ার বিজয় ।
তুমি ভেবেছিলে, মনেপ্রানে শূন্য রবে অনন্ত যুগ ধরে,
ইচ্ছে হলেও হাত বাড়িয়ে ছোঁব না তোমায়,নয়তো
খুব চেনা গন্ধে আর কখনও মাতাল হবোনা ।
প্রিয় কবিতার খাতা...
মেঘ ভরা মনাকাশের দ্বারে কড়া নেড়ে
স্থির দাঁড়িয়ে আছে পুরনো স্মৃতির বাহক,
অবশেষে সকল অবৈধ সীমানা ভুলে,
আমি তোমাকে গ্রহণ করি,অবহেলায় নয়...
আমার মনোরাজ্যের অধীশ্বরী রূপে
স্বর্গের অপ্সরার মতোই দেবমগ্ন হৃদয়ে ।
স্যাঁতস্যাঁতে সকাল শেষে কড়া রোদের
উত্তাপে দগ্ধ হয় হৃদয়ের বিষাদ বরফ জল।
বিচ্ছিন্ন উদাসী অভিমানের টুকরো গুলো জড় করে
বানিয়ে ফেলি জীবনমুখী গান কবিতা ও গল্প ।
প্রিয় কবিতার খাতা ...
চলো সংক্রমিত হয়ে পড়ি তুমি আমি,
প্রতি পাতায় ইচ্ছেমতো শব্দ ফোটাই।
আর নয় ধুলো ধূসর মলাটে জীবন
তোমার হোক উন্মুক্ত অনন্ত গাঢ়সবুজ জীবন,
প্রতিটি পাতা হোক নিভৃতে চলা শব্দদের অভয়ারণ্য,
পাখা মেলুক অতীত স্মৃতির রঙ হারা প্রজাপতি।
হাজার জীবনের বরে, শব্দগুলো হয়ে উঠুক নক্ষত্রদল,
আলো দিবে, আলোকিত করবে নিস্প্রভ মন ।
সবটুকু আবেগ জমা হয়ে তোমার বুকে সৃষ্টি হবে
এক একটি কবিতা,এক একটি অশরীরী জীবন।