
অযুত বছর পর এসে মনে হলো
সময়ের কাঁটা আটকে আছে করুনায় সিদ্ধ
অদৃশ্য নিয়তির কোলে জন্ম নেওয়া
জারজ প্রেমের সস্তা আবেগী শিকলে।
নীতিহীন প্রেমের অদ্ভুত কৌশলে
হাহাকার করে উদ্ধত জয়ের শব।
ভীষণ অপমানে জড়িয়ে যায় সত্তা,
বাড়তে থাকে পাপের বুদবুদ সংখ্যা।
অতৃপ্ত স্বপ্ন গুলো যখন লাগাম ছিঁড়ে ,
তখন অগ্নিজলে কন্ঠনালী ভিজিয়ে
বিষাদের তৃষ্ণা বাড়াই ঠিক অতখানি ......
যতখানি নিলে বিষাদে পুড়ে হৃদয়,
অস্পৃশ্য বাতাসের পাখনায় ভেসে আসে
ঘন কুয়াশায় মোড়া সংশয়ের সুর।
সময়ের ভাঁজে ভাঁজে জমা পড়েছে
অনুশোচনায় পিষ্ট দলা পাকানো কষ্ট।
জীবনের শ্রেষ্ঠ সংকলনের পাতায়,
কেবলই বেড়েছে শূন্যতার মেদ ।
এখনও অস্বচ্ছতার পিছনে ছুটে চলে জীবন,
স্থবিরতা বাঁধা পড়ে পেরেক ঠুকা কফিনে।
যখনি মুগ্ধতায় স্থিত হয় মন
হৃদয় ভেজাতে চাই রঙধনু রঙ্গে, তখনি
তরল অন্ধকারের বুক চিরে,হাজার মাইল...
বেগে ধেয়ে আসে বিষাক্ত স্মৃতির তীর।
নষ্ট স্মৃতির হলী খেলায়
আদ্র মনে বাসা বাঁধে অভিশপ্ত কীট ।
অন্ধকারে আঁকড়ে ধরি সীমিত আমাকে,
তবু নিঃশেষে হারিয়ে যাই , তলিয়ে যাই গভীরে।