
আমার কুড়িয়ে পাওয়া সতত মনের হর্ষবিলাস
অদৃশ্য কালো কালির আঁচড়ে ক্ষতবিক্ষত।
মনের ডায়রীতে গড়িয়ে পড়ে অশুভ আর
বিষাদী কৃষ্নরক্তের স্রোতধারা....
কি ভীষন অনুজ্জ্বল আর শ্রীহীন রং।
অনুভবের পাখনায় হাত বুলিয়ে বোঝা যায়
বুকের অস্থির কাঁপনের আড়ালে
সৎকারহীন পড়ে রয়েছে কত যুগ ধরে।
আমার অবিমিশ্র মনের সীমানা জুড়ে
হর্ষবিলাস শান্ত প্রানহীন নির্জীব এখন...
মাঝে মাঝে হর্ষবিলাস নিস্করুন আলো হয়ে আসে
তবে সাথে বহন করে আনে বিষাদী মনের সৌন্দর্য।
সেখানে কখনই সূর্য্যের মত উজ্জ্বলতা থাকেনা
হয়না রক্ত প্রবালের মত খুব বেশী লাল
অথবা তুষার কণার মত শুভ্র সাদা নয়।
শান্তনার নিবিড় আশ্বাসে বন্দি হলেও
শোধ হয়না সূর্য ঋন,বন্ধক পড়ে
মিথ্যা অংগীকারে আবদ্ধ আপন সত্তা।
কখনও কখনও আমার দৃঢ়বদ্ধ হর্ষবিলাস
আটকা পড়ে উদাসী রাতের মায়াজালে।
অসিতনয়নে ঘুমদেবী স্বাগত জানায়...
রাত নিদ্রার উদ্বাহু নৃত্যের সংবিভোর নাট্যমন্চে।
উপহার দেয় ঔদ্ধত্য উন্নিদ্র ধূসর সময়ের স্বপ্ন
চন্দ্রিমায় খাবি খায় নির্ঘুম রাতের উটকতা,
ঝড়ে পড়ে বিষন্ন জোস্নাবৃষ্টি,অমরত্ব হারায়
আমার বিলাস বিলাসী মনের উন্মাদনা।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৩:৫২