হঠাতই তোমাদের সাথে আমার বিচ্ছিন্নতা,
মাত্র কয়েক মিনিটের ব্যবধান
আর তাতেই শুরু হয়ে যায় তোমার আর তার,
গলা নিচু করে ফিসফিসিয়ে কথা বলা।
এতোই চুপিচুপি যেন দেয়ালেরো কান বাড়াতে হয়,
কারন নিস্তব্দ্ধতার সকল শক্তি সেখানে।
তুমি আর সে থেকে আমি খুব অল্প কয়েকটা,
মাত্র অল্প কয়েকটা সিঁড়ির নীচে দাঁড়িয়ে আছি।
তবু মনে হলো গভীর কোন খাঁদে,
অতল কোন গহীনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি,
যখনি মনে হলো তোমরা আমাকে কিছু লুকাচ্ছো,
আড়াল করতে চাচ্ছো তুমি আর সে
গোপনের পরতে পরতে তোমাদের বিচরণ।
হাজার নি:শব্দ কথার বন্যায়
প্লাবিত হচ্ছে তোমাদের মন মোহনার চর।
হয়তো ইথারে ভেসে ভেসে বেড়াচ্ছে তোমাদের
কৌশলী বোবা বুলি,
কিন্তু প্রতিধ্বনি নেই কোথাও
অথচ,শুধু প্রতিধ্বনী আমার সিক্ত হ্রদয়ে।
আমি বুঝে গেছি এ নি:শব্দতা শুধু আমার জন্য,
আমার উপস্থিতি সে আর তুমি চাও না।
তবু এ শুনশান ভেংগে দিয়ে
কষ্টের সিঁড়ি পেরিয়ে পৌঁছাতে চেয়েছি,
তোমাদের খুব কাছে, কিন্তু সে আর তুমি খুব
নিরবে সরে গেছ ...
কিন্তু শুরু হলো...
মনের সাথে শত সহস্র যুদ্ধ আমার
পারিনি আমি, হেরে গেছি।
কষ্টের কণা গুলো আমাকে ঠেলে নামিয়েছে
গভীর থেকে আরো গভীরে.....
আমি শুধু আর্তনাদ করেছি তোমাদের কাছে পৌছানোর
আর নিয়তি করেছে অট্রহাসি।
মনন্তরে তুমি আমি আর সে এখন অচেনা
খুব কাছে থেকেও খুব অচেনা।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫১