অনেক যুগ পরে ঘন কালো মেঘলা আকাশে
চোখ রেখে হঠাতই মনে হলো,আবছা আবেশে
অনুভবের অনু গুলো মুখ থুবড়ে পড়েছে
শুন্যতায় ভীড় করেছে পরাজিত স্মৃতি,
ফেলে আসা ধূসর নিপাট অতীত আর
নিজের সাথে নিজের বনিবনার বিরোধ।
দীর্ঘশ্বাসের সাথে ক্ষয়ে পড়েছে জং ধরা বিশ্বাস
বৈরী বাতাসের তোড়ে ভেংগে পড়া আমাকে
আঘাত হেনেছে আমার আচরণের শৈথিল্য।
অবিশ্বাস আর উপেক্ষার অদৃশ্য কষাঘাতে,
সারল্য মিশে গেছে দূর্বোধ্যের চোরাবালিতে।
অবিশ্বাস্য হলেও সত্য বীভৎসতা এখন
মানুষের একমাত্র মৌলিকত্ব, নিজেস্বতা
জংলী আদিমতা বিষদাঁতে তেড়ে আসছে ।
বৈনাশিক মনের ভীড়ে সাঁচি মন অস্পৃশ্য
দিনে দিনে ভারি হচ্ছে বৈমনস্যের পাল্লা।
বনোফুলের সুতীব্র ঘ্রানে নেচে উঠে বনবাতাসী
সেই সাথে রং বদলায় প্রজাপতির পাখনায়।
অথচ দ্বিধাভরা মনে পাশ কেটে চলে যায়
অনেক প্রত্যাশায় পাওয়া পথচারী-তাচ্ছিল্যে
মাড়িয়ে যায় পাতাফুলে সুশোভিত সুন্দর।
অন্তরের স্যাঁতস্যাঁতে শ্যাওলা পড়া আংগিনায়
বার বার হোচট খায় অনুজ্জ্বল সুখসারষী মন।
ঘন অন্ধকারের পিচ্ছিল পথ পাড়ি দিয়ে
উদয় আলোর মশাল জ্বেলে তবু উঠে দাঁড়ায়,
বুনোফুলের শুভ্রতায় সন্ধ্যা তারার সংগী হয়ে।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২০