আমার জানালার কপাটে যা চড়ুইটা রোজ সকালে এসে বসতো আজ সে একা বসে নি,কি সুন্দর আরেকটি চড়ুই নিয়ে বসেছে,হালকা উম উম রোদ পোহাচ্ছে,যেখানে তাদের কোনটি ছেলে কোনটি মেয়ে আমি বুঝতে পারি না সেখানে তাদের কিচমিচ আমার বোঝার প্রশ্নই ওঠে না,তবু তাদের কথোপকথন কল্পনা করা যাক:
-দেখছো,লোকটা আমাকে দেখছে,যাও একটা চড় মেরে দিয়ে আসো
-হ্যা হ্যা,আমি যাই আর লোকটা আমাকে আটকে ফেলুক
-তুমি ভারী ভিতু
-আরে ছেড়ে দাও,এ লোক বেলা একটা পর্যন্ত ঘুমোয়,উঠে ডালপুরি চা খায়,আমাকে এক দু টুকরা ডালপুরি ছুড়ে দেয়,বেকুবটা বোঝে না যে আমি ডালপুরী খাই না।
-চল অই ভেন্টিলেটর এর খোপে বাসা বেধে ফেলি
-লোকটা যদি ভাংগে ফেলে?
- এ বেটা বিছনা থেকে ওঠে না আর এত উচু ভেন্টিলেটর পর্যন্ত উঠবে?
যাই হোক এর পর বহুদিন কেটে গেছে,আমার বাসার কোন ভেন্টিলেটর খালি নেই,সব চড়ুইয়েরা দখল করে নিয়েছে,একবার একটা চড়ুইয়ের বাচ্চা পড়ে গিয়েছিল,আমি তাকে তাদের বাসাতেই তুলে দিচ্ছিলাম,মা পাখিটা কি ভীষন চেচামেচি না লাগিয়েছিল,আমার চারপাশে ঘুরে ঘুরে কামড়ে দেওয়ার চেষ্টা করছিল, আমি চড়ুই টিকে বাসায় তুলে দেওয়ার পরই মা চড়ুইটি শান'ত হয়,ভাগ্যিস চড়ুইয়েরা পেপার পড়তে পারে না,পারলে আমি ভীষন লজ্জা পেতাম,আমি জানি মা সন্তানকে ডাষ্টবিনে ফেলে গেছে এ খবরটি চড়ুইটির চোখ এড়াতো না।