মধ্যবিত্তরা ২
আমাদের মায়েরা মাঝে মাঝে বাসি ভাত খায়-
শর্ট পড়লে খায় না,বলে ক্ষিদে নেই-
বড় ছেলে দুবার ভাত নিয়েছে।
আমাদের বাবাদের হাতে গোনা শার্ট-
চশমার ফ্রেম দাগে জর্জরিত,পুরোনো-
কপালে এলোমেলো কুঞ্জন-
সামনে ছোট কালো মেয়েটির বিয়ে।
আমাদের বোনেরা শুভ্র শুভ্র মেঘ,কলেজগুলোয় পড়ে-
টিউশনি করে,মাঝে মাঝে ফুচকা খায়-
দামী ফ্যাশন হাউজগুলোর গ্লাসে চোখ বুলায়।
আমাদের ভাইয়েরা ভাইদের শার্ট পড়ে,
হকারে যায়,শার্ট ছোট করে-
রংচটা... বাকিটুকু পড়ুন