গিটার হাতে সুর ছড়াবার স্বপ্ন দেখা সেই ছেলেটি আজ
নিকোটিন হাতে ল্যাম্পপোস্টের নিচে যুদ্ধ করে অবিরত
ধোয়ায় ধোয়ায় ছন্দহীন ছন্দের অন্তমিল আর
হৃদপিন্ডের গড়গড় শব্দে কি এক সুর জন্ম নেয়
সে সুর ল্যাম্পপোস্টের আলোর পরিধি ছোয় বড়জোড়
হলুদ আলো অতিক্রম করা হয়ে উঠেনা তার
অবেণীকুন্তলার নিশ্ছিদ্র কর্ণ চেনা হয়না তার।
গিটারের তারে ঝড়তোলা সে আঙুল আজ
নিকোটিন কারখানার শ্রমিক।
বেতনহীন সে শ্রমিকের বিরাম নেই, বিশ্রাম নেই
আছে ধোয়ার ভীড়ে ধোয়া ছড়ানোর তাড়না।
নিশ্বাসে মিশে যাওয়া নিকোটিন ছড়ায় ঠোটে
শিরা থেকে শিরায়, উপশিরায়।
নিকোটিন যুদ্ধের ডামাডোলে ছিড়ে যায়
সুরেলা গিটারের একাধিক তার।
সুরযোদ্ধা হওয়ার স্বপ্নে বিভোর সেই ছেলেটি
একদিন হয়ে উঠে এক নামকরা যোদ্ধা।
নিকোটিন যোদ্ধা।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৪