আমার স্বপ্নেরা বাঁচে বারুদের গন্ধে
মৃত ধমনীতে চলে মদের প্রবাহ খামখেয়ালি ছন্দে
আমার পিস্তলের ট্রিগারে জমে এসে প্রেম
নিকোটিনের বেওয়ারিশ বসবাস আমার রন্ধ্রে।
আজ আমি নষ্ট হচ্ছি, কষ্ট পাচ্ছি
কেউ একজন দিচ্ছে হাততালি
আমি যার চুলে এঁকেছিলাম একদিন
আমার ভালোবাসার চন্দ্র ফালি।
সেসব আজ ভুলে গেছি, ডুবে গেছি ঘোরে
আমার ঘুমেরা রাত চেনেনা, জমে এসে ভোরে
স্মৃতির কাটাছেড়া অসহ্য যন্ত্রণা,
আমায় করছে গ্রাস
তাইতো আজ লিখছি বসে আমার
বেওয়ারিশ বাঁচার উপন্যাস।
কত নিসঙ্গ রাত কেটে গেছে
ভেজা বালিশ জানে
লাশ কাটা ঘরে যেমন করে চিৎকার করে
জীবিত লাশে।
আজ আমি লাশ কাটা ঘরে শুয়ে
আমার কেউ নেই চোখদুটি নিভিয়ে দিতে
নিজেই দেখছি নিজের সুনিপুণ ব্যবচ্ছেদ
আমার এ শুন্য দেহে সুখের প্রবেশ নিষেধ।
জীবনের এই কাটাছেড়া যুদ্ধে
আমি নিজেকে নিয়েছি গুটিয়ে
সুনিপুণ সে ময়নাতদন্তকারী
আমায় কাটছে চুটিয়ে।
রক্ত, মাংস আলাদা আজ তবু আছি বেঁচে
আমার নিষ্পাপ স্বত্বা এখনো মরেনি
তার জয়োৎসব দেখবে বলে।
আমি আজ স্বপ্ন পুষছি বারুদে
এখনো রয়েছি শান্ত শত যন্ত্রণার ক্রোধে
একদিন ঠিকই জাগবে তার মনে
আমায় পাবেনা সেদিন লাশ কাটা ঘরে
নিজের ব্যবচ্ছেদ করবে সেদিন
বড় এলোমেলো করে।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৪