কোন দেশে আছি আজ আমরা। জীবনের কোন মূল্য নাই। গণপিটুনি খেয়ে মারা যাচ্ছি আমরা। রাস্তায় মরে পড়ে থাকছি। বাসা থেকে বের হলেই টেনশন, ফিরতে পারব কিনা। সমগ্র বাংলাদেশ আজ যেন এক স্বাস্থ্যবান ভাগাড়।
লাইফের ই গ্যারান্টি নাই। মৌলিক অধিকার তো পরের কথা। তারপরও আমরা চ্যানেল উলটিয়ে রাজনীতিবিদদের গল্প শুনি, ফাঁপা বুলির আবৃত্তি শুনি, আবার মাঝেমাঝে চামচামিও করি; কোন মানে আছে এগুলোর?
শেয়ার বাজারের এমন অবস্থা করছে যে আর উঠেই দাঁড়াতে পারছে না মার্কেট। শেয়ারের ৩০ লক্ষ মানুষের আজ কি অবস্থা? সামনে ঈদ, শেয়ারের এহেন অবস্থা, রোজাটা তো ভাল গেলই না ঈদটাও মাটি।
আর কিছু লবিং করা ক্রিকেটার মাঠে সার্কাস দেখাতে ব্যস্ত। কিন্তু এই সার্কাসে যে আমাদের অনেক আগেই অরুচি ধরে গেছে তা তারা বুঝতেই পারছেন না। আমাদের ক্রিকেট এতটাই উন্নতি করেছে যে আজ আমরা জিম্বাবুয়ের কাছে শোচনীয়ভাবে হেরেই যাচ্ছি।
আমরা এগুলো আর দেখতে চাই না। পারফর্মেন্স দেখাতে না পেরে অপমান সহ্য করতে না পেরে কত মানুষ সুইসাইড করেছে, আত্নাহুতি দিয়েছে। আপনাদের এসব কিছুই করতে হবে না শুধু নিজে বিবেচনা করুন, যোগ্যতা না থাকলে সরে পড়ুন। আমাদের আর কষ্ট দিয়েন না প্লিজ। মানুষের ইমোশন নিয়ে আর খেলবেন না প্লিজ। আমাদের রেহাই দিন।
(বিঃদ্রঃ এটা কোন রাজনৈতিক পোস্ট নয়।)