যদি কোনদিন ফিরি যাওয়াই নাগে
তাইলে মুই শামপুর যাইম।
এটেথাকার উচা উচা দালান
চকচকা ঘাটা, এসির ফুরফুরা বাতাস
ঘড়ির কাটার মতোন নিয়ম
কত আর ভালো নাগে।
হয় বাহে, হামার শামপুরে ভালো
সারাদিন টেরেন আইসে খালি ছয়টা
বদরগইন্জই শহর মনে কয়।
পাতার পুরা ধানের আবাদ,
খুলিত মায়ের নাগা সিম্যার জাঙ্গি
হুন্দা ভত্তি দেশি মুরগী
গোয়াইলোত বান্দা গাই-বাছুর।
জেন্দা থাকার জন্য
কি নাগে ফির!
কাতি মাসে যদি খাবার না পাই
শুট আকালির শানা দিয়া
আলু সিজা খামো।
হামরা নাক মোছমো-শোষামো
আর চৌখের পানি মোছমো।
সবায় কইবে, আকালির ঝাল!
ভাতের ভোক কেউ বুজবার নেয়....
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৬