কবিতার জন্য অপেক্ষা
শেষবার যেদিন কবিতা লিখেছিলাম,
সেদিন কি বৃষ্টি ছিল?
আকাশ কালো মেঘের আনাগোনা
বৃষ্টির ফোঁটায়, পাতায় পাতায়
কংক্রিট ছাদে অথবা নিঃসঙ্গ বেলকনিতে
ঝর-ঝর সংগীত।
ঠিক সেইদিনই হয়তো সৃষ্টি শেষ হল।
তারপর, এক অনন্তকাল ধরে
আমি পুরাতন পড়ে রইলাম
আমি পতিত হলাম
কোন ফসল নাই
অসংখ্য ফাটলে হৃদয়
বিস্তৃত মাঠ ফাঁকা নিঃশব্দ পড়ে আছে।
অথচ সেখানে সবুজ একটি রাজ্য হবার কথা ছিল
গান থাকবার কথা... বাকিটুকু পড়ুন