আমার কথা হয়েছিল,
ইটের নিচে চাপা পড়া-
ফ্যাকাসে দূর্বাঘাসের সাথে।
বাতাসের জন্য হাহাকার,
আলোর জন্য হাহাকার,
সবুজ হবার প্রাণান্ত আকুতি।
ঝড়ের তীব্রতায় ছিটকে পড়া
পাখীর বাসা দেখেছি আমি!
যে বাসায় অল্প বয়সী ছানারা
আর্তনাদ করে।
পাখা গজায় নি, উড়তে না
পারার আর্তনাদ। নীড় হারানো
অসহায় মায়ের দিগ্বিদিক চাহনী।
আর এমন অসংখ্য চেনা দৃশ্য
চোখ দিয়ে- হৃদয় ছুঁয়ে অনুভব করি
হাহাকারেরা-অর্তনাদেরা লাগামহীন।
তবুও সূর্য ওঠে, সবুজে ছেয়ে যায় প্রান্তর
তবুও ফুল ফোটে, পাখি গড়ে নতুন নীড়....
প্রকৃতি থেমে থাকে না,
নাই থামে জীবন।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৬