বন্ধু শব্দটা শুনলে আমার চোখের সামনে কিছু চিরচেনা মুখ ভেসে ওঠে, কিছু ফেলে আসা স্মৃতি মনে পড়ে,অনেক না করা কাজ করতে উদ্যোম জাগে,কিছু না বলা কথা বলার ইচ্ছা করে,অনেক অভিমান পুষে রাখেত চাই।আরো অনেক কিছু…..
আমি মাঝে মাঝে অনেক ভাবি বন্ধুত্ব কি? কিন্তু এর কোন উত্তর আমি পাই নি।কারন ‘তুমি কি আমার বন্ধু হবে’ অথবা ‘আমি তোমার বন্ধু হতে চাই’ এই জাতীয় বাক্য গুলোর সাথে আমার তেমন পরিচিতি নাই।আমার কাছে বন্ধুত্ব সারা জীবনই স্বতস্ফুর্ত একটা ব্যাপার।পাশাপাশি চলতে চলতে,নিয়মিত কথা বলতে বলতে,একজন আরেকজনকে জানার মাধ্যেমই বন্ধুত্ব।বন্ধুর দুঃখে আমি মন খারাপ করব না বরং আমার মন এমনিতেই খারাপ হয়ে যাবে,তার বিপদে সাহায্য করার একটা তাগিদ ভিতর থেকেই আসতে হবে,তার সাফল্যে আমি খুশি ধরে রাখতে পারব না।তবেই না বোঝা যাবে কেমন বন্ধু!
কথা গুলো আমি এমনি এমনি লিখলাম না,যাদের বেলায় আমার এমনটা ঘটে তাদেরই আমি বন্ধু বলে মনে করি তার সংখ্যা যত অল্পই হোক না কেন।অবশ্য আমার বন্ধু ভাগ্য অনেক ভাল। কারন আজ থেকে প্রায় বছরখানেক আগে যখন আমি সামুতে রেজিষ্ট্রেশন করি তখন আমার প্রোফাইলে বন্ধু সম্পর্কিত একটা বাক্য লিখেছিলাম যা আজো আছে ,তা কিন্তু আমি মনে প্রানে বিশ্বাস করি বলেই লিখেছি।
আমার সব বন্ধুদের,সব ব্লগারদের বন্ধু দিবসের শুভেচ্ছা জানাচ্ছি,সেই সাথে আজকের এইদিনের জন্য উপহার স্বরূপ আমার অতি পছন্দের কয়েকটি লাইন…
বন্ধু-----
‘তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার-
কত রূপ ধরে পরেছ গলায়,নিয়েছ সে উপহার
জনমে জনমে যুগে যুগে অনিবার।।’
(অনন্ত প্রেম,রবি ঠাকুর)