আমি- আমি- আমি
আমিত্ব বিসর্জন দিতে চাই।
আমি বলতে তুমি; তুমি বলতে আমি।
তবুও, "আমরা" অথবা "আমাদের"
সমঅধিকার- ভালোবাসার জন্ম দেয়।
"সারভাইভাল অব দ্য ফিটেস্ট"
যেখানে লাখ লাখ শুক্রাণুকে পরাজিত করে
আমরা জীবনের দৌড়ে জন্ম নিয়েছি।
সেখানে সমাজের দেয়া দু-চারটে অপবাদে
কি বা আসে যায় ?
মিথ্যার এই শহর আমার আর ভাল্লাগেনা;
তবুও, এই শহর আমার একান্তই আপন।
এখানে আত্মার রোজ মৃত্যু হয়;
শুধু দেহের মৃত্যু হয় না।
এখানে সত্যের রোজ মৃত্যু হয়;
শুধু জিন্দা-লাশগুলোর দাফন-কাফন হয় না।
ইচ্ছে হয় এই ভিড় থেকে দূরে; অনেক দূরে;
তোমাকে নিয়ে, অনেক দূরে কোথাও হারিয়ে যাই।
যেখানে বেঁচে থাকার মানে,
নিত্যনতুন শো-অফের লড়াই নেই।
যেখানে বেঁচে থাকা মানে,
একে অপরের প্রতি ডুবে থাকা।
যেখানে বেঁচে থাকা মানে,
নিজেদের জন্য বেঁচে থাকা।
যেখানে বেঁচে থাকা মানে, সুখ হাসি কান্না
একসাথে ভাগাভাগি করে- আমাদের দু-বেলার রান্না।
মানবতার নামে মানবতা বেঁচে; মানুষ এখন পণ্য।
অসভ্যতাই এখন সভ্যতা; অসভ্যরাই এখন গণ্য।
অর্থের কাছে জীবনের অর্থ অর্থহীন-
অর্থের কাছে সব তুচ্ছ অতি নগণ্য।
একদিন নেটওয়ার্কের বাইরে হারিয়ে যাব।
অনেক গহীনে; নির্জন দ্বীপ; কোন বনে জঙ্গলে।
যেখানে দূরের মানুষের চেয়ে কাছের মানুষের-
অনেক অনেক অনেক বেশি মূল্য হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ১:৪৮