কোন গন্তব্যে!
পিতা মাতা ভ্রাতা ভগ্নি দারা পরিবার
তোমারে যে বড় করিল মা সকলার,
শিশু ছিলে তুমি অথৈ সমুদ্রে নাহি ভূমি
নিজেরে ডুবায়ে আগলালো তোমারে চুমি।
নিজে না খেয়ে খাওয়ালো সে তোমায়
যুগে যুগে মায়ের স্বরূপ সব জমানায়,
অসুখ বিসুখে বয়স ভেদে মায়ের পরশ
বিদায় ব্যামো গভীর প্রশান্তি মন সরস।
পিউবার্টিতে রিপুর তাড়নায় বহির্গামী
যোজনায় ফেলো মা, জানেন অন্তর্যামী,
কাম ভাবে যে দেবীর আসনে অর্ধাঙ্গিনী
জননী রইলো দুরে অন্ত:পুর পরবাসিনী।
অবলীলায় কর কর্তন মায়ের মন বোকা
তবুও কর্তিত মন কয় ভালো থাক খোকা,
এমনি করিয়া শেষ অবধি সে জন্মদাত্রী
অনাগত দিনে তুমি কোন গন্তব্যের যাত্রী?
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২০