সুর্যটা কাপড় গুছিয়ে ফেলেছে,হয়ত চলেও যাবে সে ,
তারপর খঞ্জন আর তবলা হাতে একেরপর এক নিশাচরেরা বের হয়ে আসবে,
মাতাবে রাত্রির প্রান্ত সীমানা পর্যন্ত ।
দিনের বেলার লাজুক ল্যাম্প পোস্টটিও বসে থাকবে না ,
মরিচা ধরা দেহে নিয়নের হাসি হাসবে ।
এটি ছিল একটি ক্লান্তিকর দিনের গল্প ,
যেখানে ছোট্ট শিশুটিও নিজের ওজনের চাইতে ভারী ব্যাগ বয়ে নিয়ে যায় ।
বই পুস্তকের ভিড়ে নিজের শৈশব হারিয়ে ,
যেখানে সব কিছুই ঘটে এক অদ্ভুত ভঙ্গিমায় ।
এ যেন মুখে কুলুপ এঁটে টিনের চশমা পরেছে সবাই !
না দেখার ভান করলেই বুঝি দায়িত্ব শেষ হয়ে যায় ?
তবে তুমিতো আমাকে উটপাখির গল্প শুনালে ভায়া ,
যে বালুকায় মাথা গুঁজে স্বস্তির নিঃশ্বাস পায় ।
কেন কি করেছে ও ? এ অধিকার কে দিল তোমায় ?
শৈশব তোমারও ছিল কালের পরিক্রমায় ভুলে গেছ বোধহয় ।
যেখানে তুমি ছিলে এক সদ্য মুক্তি পাওয়া পাখি ,
কত আর হয়েছে তিরিশ কিংবা পঁয়ত্রিশ ?
এতেই ভুলে গেলে সব? সবকিছুর মাথা খেয়ে ফেলেছ নাকি ?
আমি বলছি ছেড়ে দাও ও কে,বাঁধনগুলো খুলে ফেল সব ।
তারপর চুপিচুপি দেখ, ও কি করে ।
ওকে তো আর তোমার মত তাড়া করছে না ইন্টারভিউ আর জব ।
সাকিব
২৭শে মে, ২০১৮
রাত ১ টা ১০
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:২৮