কত কথা মনে আসে, কোনটা ছেড়ে কোনটা লিখি! যে জায়গাতে যা উৎপন্ন হয় বা পাওয়া যায় সেই স্থানের মানুষের অধিকার সেই দ্রব্যে বেশি বা তাদের হক বেশি। একদিন একজন ব্রাম্মণবাড়িয়ার বন্ধু জানালেন, তাদের বাড়ী থেকে গ্যাস ফিল্ড দেখা যায় অথচ তাদের বাড়িতে গ্যাস সরবরাহ নেই এবং সেই গ্যাস খনির এলাকা তেমন উন্নত নয়, সেই এলাকার লোকজন গরীব ও অসহায় এখনো, খুব দুঃখের কথা, রাষ্ট্র তাদের হক নষ্ট করছে নিশ্চয়!
সেদিন রাষ্ট্রপ্রধানের মুখে আমি প্রথম শুনেছিলাম যে, অকটেন পেট্রল নাকি আমাদের দেশেই গ্যাসের বাই প্রোডাক্ট হিসাবে উৎপন্ন হয় এবং তার পরিনাম নাকি এমন যে, দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রাপ্তানী করা যায়। আমি শুনে খুব মর্মাহত হলাম, এই অকটেন পেট্রল কেন আমরা বেশি দামে কিনছি, এতো আমাদের খুব কম দামে পাবার কথা বা অধিকার। তেল উৎপাদনকারী দেশে তো পানির চেয়ে তেলের দাম কম, আমাদের এখানে উল্টা কেন?
ইলিশ মাছের কথা কি আর বলবো, এই নাকি আমাদের জাতীয় মাছ এবং একমাত্র আমাদের দেশেই সহজে পাওয়া যায়, তাই দেখি! অথচ আপনি রাস্তায় দাঁড়িয়ে গণমানুষের সাথে কথা বলুন, জিজ্ঞেস করুন, শেষ কে কবে এই ইলিশ মাছ খেয়েছে! উত্তরে আপনার বুক কাঁপবে নিশ্চয়, অনেক মানুষ বছরের পর বছরে পার হয়ে গেলেও এক টুকরা ইলিশ মাছ কিনতে পারে না বা খেতে পায় না!
এমন শতশত বিষয় আছে, আমার বার বার মনে হয়, গণমানুষের এত ঠকে যাবার কথা ছিল না!
(লেখাটা অনেক বড় করা যায়, হাজারো উদাহরণ, দেশ বিদেশ টেনে আনা যায়, তবুও ছোট করেই তুলে দিলাম, অন্তত ভাবনায় আসুক!)
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১২