অপ্রিয় হলেও সত্য কথা ঢাকার খুব কাছাকাছি শহর হওয়া সত্ত্বেও বিভিন্নভাবে ময়মনসিংহবাসী আজ সুবিধাবঞ্চিত।

এখানে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম হওয়ার কথা থাকলেও সেই বাজেটে, সেই স্থানে মহিলা সুইমিং পুল করা হয়।
বড় বড় কলকারখানা, মিল, ইন্ড্রাষ্ট্রিসহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঢাকায়।
এখানের শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির যথাযথ সংস্পর্শে এখনও আসেনি।
ত্রিশালে আন্তর্জাতিক বিমান বন্দর (বঙ্গবন্ধুর নামে) হওয়ার কথা থাকলেও এখন শুনা যাচ্ছে হবে না।
দেশের এই অংশটি ধান, পাট এবং মাছের জন্য বিখ্যাত। সারা দেশে ( বিশেষ করে ঢাকায়) এসব গুরুত্বপূর্ণ সম্পদগুলো পাঠানো হয়। তারপরও ময়মনসিংহের প্রতি সরকারের কোনো সুনজর নাই।
সবচেয়ে বড় কথা দেশবিখ্যাত অনেক রাজনিতীবিদের বাড়ী এখানে হলেও তারা এলাকার উন্নয়নে চোখে পড়ার মত কোনো ভূমিকা রাখছেন না।
এমতাবস্থায় জাতীর এ কঠিন দুর্দিনে আমি ময়মনসিংহের স্বাধীনতা ঘোষণা করছি.......... আপনারা সাথে আছেন তো?????